চলছে চলুক লুটতরাজ হে! নদী যেমন সামনে ধায়,
জানুক বিশ্ব এ বাঙালি কোন কিছুই কম না খায়।
সময় এখন আমার পক্ষে করবো আমি মন যা চায়,
খাবো আমি যেমন খুশি চাইবো না তো ডাইনে-বায়।


তোমরা যারা এসব নিয়ে করছো ভাই মাতামাতি,
সুযোগ পেলে ফাটিয়ে দিতে আমার বুকের এই ছাতি।
চুরি করলে সাক্ষী রাখবো আমরা মোটেই নই গাধা,
সঙ্গে থাকবে নিজের মানুষ ভাগটা দেবো ঠিক আধা।


সুযোগ পেলে তোমরা তখন করো রে ভাই এমন কাজ,
তোমরা-আমরা মিলেমিশে করবো দেশে দারুণ রাজ।
জনগন তো নিরেট মূর্খ দিয়ে যাবে আমায় ভোট,
ক্লান্ত হলে বলবো আমরা তোরা এখন মজা লোট।


বাপ ও দাদার চৌদ্দগুষ্টি শুনছি ছিল গরিব খুব,
সুযোগ পেয়ে আমরা এখন ধন সাগরে দিচ্ছি ডুব।
গাঁয়ে যারা ছোট বংশ তারা একটু খাবেই মার!!
তাই বলে কি কথায় কথায় হবে তোমরা ঘরের বার!?


করছো শাদি চুক্তি করে থাকবে তোমরা এ ঘরে,
আমরা মারবো! তাই বলে ভাই তোমরা কেন যাও সরে?
জনগণের কাছে বলো নেই কি কোন রকম দায়?
মার খেয়ে মার করবে হজম, করবে কেন কষ্টে হায়!?


১২/০৭/২০২১ ইং


(অপকৌশলে পিএসি-র চেয়ারম্যান পদটি হাতিয়ে নিয়েছে সরকারি দল। প্রতিবাদে সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল এবং বলেছে, তারা কোন কমিটির চেয়ারম্যান পদ নেবে না। উভয় দলের উদ্দেশে এ লেখা।)