চলে যেও না
                        --জগদীশ চন্দ্র মণ্ডল
                
এইতো সবে এলে, যাই যাই করছো কেন, বন্ধু?
ঝিঁঝিঁপোকার একটানা ডাক আর রাত জাগা পাখির আর্ত চিৎকার শুনে শুনে,
শীতার্ত, ক্ষুধাতুর মানুষের দুঃখের কথা ভেবে ভেবে
নির্ঘুম কাটিয়েছি রাত, তোমার প্রতীক্ষায়--
এত তাড়া করছ কেন? হে, দিবাকর--
এখনি "চলে যেও না" থাকো না আরো কিছুক্ষণ--
বিভীষিকাময় রাত নামার আগে
দরিদ্র, শীতার্ত মানুষদের আরো একটু উত্তাপ দেয়ার জন্য--


১৮/১১/২০২০ ইং


             নেই কারো হুঁশ
                   --জগদীশ চন্দ্র মণ্ডল


করোনার মায়াজালে দিশেহারা সব,
চারিদিকে শোনা যায় হাহাকার রব।
কর্মহীন, অনাহারী মানুষ অনেক,
ধান্দাবাজ ঘোরে নিয়ে ফিকির শতেক।


বেড়েছে সমাজে আরো হত্যা ও ধর্ষণ,
লুটেরা পকেট ভরে এটাই দর্শন।
যুদ্ধের দামামা বাজে শঙ্কিত মানুষ,
এই সন্ধিক্ষণে দেখি নেই কারো হুঁশ।


১৯/১১/২০২০ ইং