চলো আমরা ইশকুলে যাই
মিলেমিশে পড়ি বই।
লেখা-পড়া শিখে সবাই
দেশের সেবায় ব্রতী হই।


সবার সুখে হবো সুখি
করবো না কেউ হিংসা-দ্বেষ,
পরের দুঃখ বইবো কাঁধে
গড়বো আমরা সোনার দেশ।


বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ
জন্মেছিলেন এই দেশে,
তাদের আলোর দ্যুতি মেখে
চলবো আমরা বীর বেশে।


আমরা সবাই সবার বন্ধু,
আমরা সবাই প্রাণের ভাই,
ভালো কাজে কাঁধ মিলিয়ে
গড়বো পুরো জগৎটাই।


ছেলে-মেয়ে করবো না ভেদ
সবাই সবার আপনজন,
দেশ গঠনে এসো আমরা
করি সবাই জীবন পণ।


হিংসা, রেষা-রেষি করে
যায় না জেতা কোনদিন,
এসব করলে আমরা সবাই
হয়ে পড়বো বল'হীন।


ঐক্যবদ্ধ থাকলে সবাই
বাড়বে গায়ে দারুণ বল,
নইলে এ দেশ ধ্বংস করতে
খুঁজবে শত্রু নানান ছল।


সঠিক শিক্ষা সবচে' শক্তি
এর উপরে অস্ত্র নাই।
এসো মিলে অর্জন করি
শক্তিশালী অস্ত্রটাই।


আমরা সবাই সবার বন্ধু,
এসো সবাই শিখি পাঠ,
ইশকুলেতে গিয়ে সবাই
মিলাই আমরা চাঁদের হাট।


০৩/০৯/২০২১ ইং


(শিশুতোষ ছড়া)