স্বপ্নের ফেরিওয়ালা তুমি
দিগন্তের ভালে জেগে ওঠা ভোরের নবীন সূর্য
ছিলে সমুদ্রের দুর্দমনীয় সফেন ঊর্মিমালা
ছিলে দুর্বার কালবৈশাখি ঝড়
ব্রিটিশের ভালে দিয়েছিলে ঘষে ঝামা
তোমার লেখনি দিয়ে
খুলে নিয়েছিলে ধর্মব্যবসায়ী শোষকের নীল জামা
সাম্যবাদের মাদল বাজিয়ে গেয়েছিলে জয়গান
অসীম সাহসী নির্ভীক তুমি
ছিলে অদম্য বিদ্রোহী বীর
লৌহ কপাটে বন্দি থেকেও নোয়াও নি তুমি শির
তুমি চির-বিদ্রোহী-বীর


রুখতে তোমায় পারেনি কখনো ধর্মের জিঞ্জির
তুমি মুক্ত স্বাধীন তুষার হিমাদ্রির
তুমি চির যৌবনা উন্নত মম শির
তুমি চেতনার জয়টিকা
তুমি চেতনার নজরুল
চিনতে তোমায় করেনি কো কেউ ভুল
তোমার সুরের ইন্দ্রজালে ভুলেছে ভুবন সুখে
অথচ তোমার জীবন কেটেছে হাজার তমার দুখে
আজ কেউ নেই নির্ভয়ে বলে--


"মহা  বিদ্রোহী রণ ক্লান্ত
আমি  সেই দিন হব শান্ত
যবে  উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না।""


তোমার চেতনা হৃদয়ে বরিয়া গাই সাম্যের গান
জন্মদিনে প্রণাম জানাই ওগো চির মহীয়ান


২৫/০৫/২০২২ ইং