ছাগলের খুব বাড় বেড়েছে চষতে চায় সে জমি,
লাঙল-জোয়াল কাঁধে নিয়ে ভারে করছে বমি।
ভাবার চেয়ে করা কঠিন বুঝে নি সে আগে,
কাজে নেমে গলদঘর্ম ফুঁসছে ভীষণ রাগে!


খ্যাপার মতো বকছে প্রলাপ যা আসে তার মুখে,
বাঘকে গালি দিয়ে এখন মরছে ধুঁকে ধুঁকে।
বলছে- আমি ভুল করেছি, মাফ করে দাও রাজা,
মোষকে বকা দিতে তোমায় দিলাম খেয়ে গাঁজা।


মোষের নিত্য তেঁদড়ামো আর ভাল্লাগেনা মোটে,
তাইতো তাকে গালি দিয়ে মরছি ভয়ের চোটে।
নেতার কাছে ভালো থাকতে করলাম এমন ত্রুটি,
এখন দেখি ঝোড়ো হাওয়ায় নড়ছে আমার খুঁটি।


লেখা-পড়া কম জানি তাই মুখের ভাষা মন্দ,
তার উপরে মদের নেশায় নেচে তুলি ছন্দ।
কী বলতে কি বলে ফেলি থাকে না ভাই মনে,
তাইতো আমায় ছাগল বলে এখন জনগণে!


গরু-মোষের কাজ কি বলো ছাগল করতে পারে?
গাধার কর্ম ক'রে আমি দোষ নিয়েছি ঘাড়ে!
এবার আমায় মাফ ক'রে দাও খাবো কাঁঠাল পাতা,
সুযোগ এলে মোষের মাথায় ধরবো না হয় ছাতা।


১৪/১১/২০২২ ইং


দেশের রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক। সব চেয়ে সম্মানিত ব্যক্তি। রাজ্যের একজন মন্ত্রী তাঁকে অসভ্য ভাষায় আক্রমণ করেছে! ধিক্কার জানাই তাকে!