দেশ-জাতি ডুবে যাচ্ছে ছলনার বিষে,
জতুগৃহে জনগণ পায় না তো দিশে।
ক্ষমতা লাভের আশে প্রতিশ্রুতি কত,
জনগণ পাবে শান্তি বেহেস্তের মত।


ভালো ভালো কথা বলে প্রজাগণে তোষে,
প্রতারিত প্রজা কাঁদে নিদারুণ রোষে।
প্রজার কল্যাণ ভেবে করেনা তো কাজ,
ক্ষমতার মোহে করে ভণ্ডামির রাজ।


ভুলে যায় একদিন দিয়েছিল কথা,
আপনার স্বার্থে করে কথার অন্যথা।
সুগ্রীবের মতো ওরা ভুলে সত্যার্পণ,
বিলাস-ব্যসনে মেতে হয় উতরণ।


অতঃপর একদিন সময় ফুরায়,
গণ পদাঘাতে ওরা ধুলিতে লুটায়।
নব কলেবরে আসে নতুন শাসক,
ওরা যেন একালের ধর্মের যাজক।


সব দল সব নেতা বলে যাহা ঝুট,
ক্ষমতায় বসে ওরা করে শুধু লুট।
নেই আর সেকালের সেই নৃপগণ,
মানব কল্যাণ ছিল ওদের স্বপন।


নেতাদের ছলনায় ডুবে যাচ্ছে দেশ,
ওরা আছে দুধে-ভাতে মধুর আবেশ।
সাধারণ জনগণ চিরদিন বোকা,
তাই তো ভণ্ডরা দেয় হেসে হেসে ধোঁকা।


০৩/০৩/২০২১ ইং


উতরণ-অবনমন