বড়ো হও--
তোমার প্রতীক্ষায় প্রহর গুনছি--
এই কথা শুনতে শুনতে বড়ো হয়েছি আমি।
'প্রতীক্ষা' শব্দটি শব্দভেদী বাণের মতো
আমার কর্ণরন্ধ্রে প্রবেশ করে
শ্রবণ শক্তিকে করে দিয়েছিল বিকল।
ওই একটি মাত্র শব্দ ছাড়া
আর কিছুই শুনতে পেতাম না আমি।
বৃষ্টির রিমঝিম শব্দ,
পাখির কলকাকলি,
স্রোতস্বিনীর কুলু কুলু ধ্বনি
কিছুই প্রবেশ করতো না আমার কর্ণরন্ধ্রে।


আজ আমি বিকশিত কুসুম কলি--
বিনা ব্যবচ্ছেদে 'প্রতীক্ষা' শব্দটির
অন্তর্নিহিত অর্থ বুঝতে পারি,
বুঝতে পারি অনেক না বলা কথা।
তাই আমিও প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে
তোমার-ই প্রতীক্ষায় থাকি--


হায়! অদৃষ্ট আমার--!!
আজ হঠাৎ দেখি--
অন্য কারো হাত ধরে হেঁটে যাচ্ছ তুমি--
আমার চোখের সম্মুখ দিয়ে--
হলুদ সরষে ক্ষেতের ভেতর দিয়ে--
হাওয়াই উড়ছে তার ওড়না--
উড়ছে অবিন্যস্ত কুন্তল রাশি--
দুজনের ঠোঁটে রাশি রাশি হাসি !!


আর আমি? পদদলিত গোলাপ কলি--
বিষন্ন বিকেলের অস্তগামী রবি--
রং তুলিতে আঁকা ছিন্ন পালের ছবি--


কী করে বুঝবো--
ওগুলো ছিল শুধু কথার কথা!!
ওগুলো ছিল তোমার লুকোচুরি খেলা!!
অনাঘ্রাত মনে শুধু দিয়ে গেলে
পাহাড় সমান নিদারুণ ব্যথা--


২৩/১১/২০২০ ইং