যাকে ভাবি ভালো সেও দেখি চোর
চোর ছাড়া লোক পাই না,
চুরির টাকায় বানানো প্রাসাদে
সুখ পেতে আমি চাই না।


দশ দিন তোর, একদিন ধরা
পড়বি জানিস রেখে,
হাড়গুলো তোর রক্ত ও ঘামে
যাবেই সেদিন মেখে।


বউ ও বাচ্চা কাঁদবে সেদিন
ভাসবে চোখের জলে,
শেষ বিদায়ের মালা পরে গলে
শুকাবি আকাশ তলে।


পূর্বে উদিত ক্রোধিত তপন
পোড়াবে নষ্ট দেহ,
চিল-শকুনের খাদ্য হবি রে
তাকাবে না ফিরে কেহ।


ভাদরের মেঘ অঝোর ধারায়
ঝরাবে বাদল বারি,
ধুয়ে-মুছে সাফ করে দেবে ধরা
এই তো হিসেব তারি।


২৬/০৮/২০২১ ইং