তোমার মায়াবী চোখে চাঁদ তারা হাসে,
কী কারনে বল তুমি যাও দূরে চলে?
শয়নে-স্বপনে চোখে ওই মুখ ভাসে,
মনে হয় কানে কানে কি যেন গো বলে।


তোমার নরম ছোঁয়া মাঠে ভরা ঘাস
ক্ষণিকের তরে পেয়ে হয়েছিল খুশি।
তুমি ছাড়া গেলে সেথা করে পরিহাস,
আমায় একাকী দেখে করে তারা দুষি।


খেয়াল খুশিতে গড়া তোমার জীবন,
খেলাঘর মনে করে ভাঙছো হৃদয়!
তোমার পরশ পেতে উতলা এ মন,
কী করে পারছো হতে এতটা নিদয়?


যাও যেথা যেতে চাও বলবো না কিছু,
এ মনের দায় নিতে ডাকবো না পিছু।


২৩/০৯/২০২০ ইং।