বুকের ভিতরে ধরে রেখেছি যে নাম,
অকাতরে ভালোবাসা দিব অবিরাম।
যত দুঃখ ব্যথা দাও বলবো না কিছু,
নিষেধের দার ভেঙে ডাকবো না পিছু।
অতি সুচতুর তুমি জ্ঞানের আধার,
শূন্য কলসির মতো আমার ভাণ্ডার।
মূর্খের স্বর্গে আমার সদা বসবাস,
তাই বলে এই বুকে নেই হা-হুতাশ।


বিধাতার সৃষ্টি ওই উদার আকাশ,
তার বুকে চাঁদ, তারা অনন্য প্রকাশ।
নীরব নিথর গিরি, স্রোতস্বিনী চলে,
মিটায় হৃদয় তৃষ্ণা তার স্বচ্ছ জলে।
প্রকৃতির সুধারস করে তুমি পান,
জগতে জ্ঞানের আলো করো সদা দান।


২৭/১২/২০২০ ইং