খেলা হবে কি রে?
খেলা তো হচ্ছে রোজ-ই
হচ্ছে সরল জনগণের ভাগ্য নিয়ে খেলা
দারুণ দাপটে হচ্ছে নারীর ইজ্জত নিয়ে খেলা
দূরদর্শীতায় হচ্ছে শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা
আর কত খেলা চাই?


দুই টাকার চাল আর মাসে হাজার টাকা
এতেই বিক্রি হয়ে যায় খেটে খাওয়া দরিদ্র মানুষ
কর্ম সৃষ্টি না করে সৃষ্টি করা হচ্ছে অলস জাতি
যাতে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে পারে পেছনে


বাহবা দেই আমাদের বুদ্ধিজীবীদের
ধর্ষণের প্রতিবাদ করতে যায় ভিন রাজ্যে
দোষ নেই তাতে
প্রশংসার যোগ্য কাজ
কিন্তু নিজ রাজ্যে যখন ধর্ষণের মহোৎসব চলে
তখন এসব বুদ্ধিজীবীরা থাকে ভাতঘুমে
নাকে সরিষার তেল দিয়ে ঘুমায় অঘোরে
শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে
বাহ্ রে বুদ্ধিজীবী! বাহ্!


সব-ই চলছে অনায়াসে--
বাস চলছে, ট্রেন চলছে
চলছে সিনেমা হল, স্পা, মদের দোকান,
হোটেল, রেস্টুরেন্ট, খেলাধুলা,
জোর কদমে চলছে মিছিল-মিটিং
শুধু চলছে না বাচ্চাদের স্কুল ও কলেজ
ধ্বংসের পথে ওদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ
বুদ্ধিজীবী করোনা বলেছে, শুধু স্কুলে হানা দেবে ওরা
অন্য কোথাও কখনো নয়, কিছুতেই নয়
তাই চলছে দারুণ বুদ্ধিদীপ্ত খেলা
জাতিকে ধ্বংস করে ক্ষমতা দখলের খেলা
লেখাপড়া না শেখা বাচ্চারা বড়ো হয়ে
শুধু নেতাদের পেছনে ঘুরবে চরকির মতো
আর আনন্দে করবে হৈ-হুল্লোড়
দারুণ! দারুণ খেলা--!!
চলছে, চলুক না অনাদিকাল--


১৬/০৮/২০২১ ইং