হৈমন্তী হিমেল ছোঁয়া মনে আনে সুখ,
কৃষক কনক হাসি হাসে অনুক্ষণ।
ময়ূর পেখম মেলা কৃষাণীর মন,
নবান্ন উৎসবে মেতে ভুলে গেছে দুখ।
সারা বছরের ভুখা কৃষকের মুখ,
সোনার ফসলে জাগে রঙিন স্বপন।
সুখের আবেশে থাকে দারুণ মগন,
ভুলে যায় দুঃখ-ব্যথা মনের অসুখ।


স্বেদ ঝরা সৈরিকের ফলানো ফসল,
সমগ্র জাতির মুখে জোগায় আহার।
উপেক্ষিত থাকে সেই কিষান সকল,
প্রবঞ্চিত কৃষকের দায় বলো কার?
সবার সুদৃষ্টি পেলে পাবে খুঁজে তল,
দূর হবে কৃষকের দুঃখ-কষ্ট ভার।


২৮/১১/২০২১ ইং


(পেত্রার্কীয় সনেট)