অন্ধকার ভারতের ত্রাতা হয়ে তুমি
এসেছিলে আলোর প্রদীপ হাতে বীর।
চিন্তা-চেতনা-কর্মে ছিলে ভীষণ থির,
তোমার কর্মের গুণে আলোকিত ভূমি।
দয়ার সাগর তুমি করুণার নিধি,
কলির কলঙ্ক নাশে তোমার উদয়,
আর্ত পীড়িতের জন্যে তোমার হৃদয়
কেঁদেছিল, মানো নিকো ভ্রষ্টাচার বিধি।


বিভেদের প্রাচীর ভেঙে শিক্ষার আলো
জ্বেলে দিতে ঘরে ঘরে, গড়ো শিক্ষালয়।
দুর্মুখ ও নিন্দুকের মুখ হয় কালো,
বঞ্চিত, নারীর মুখ হয় আলোময়।
একা হাতে আর কেউ মানুষের ভালো
করেনি তোমার মতো ওহে দয়াময়।


২৬/০৯/২০২১ ইং


২৬, সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। জন্মদিনে তাঁর স্মরণে ক্ষুদ্র নিবেদন।