আঁধার নেমেছে রাধার উঠোন পড়েনা চোখে যে আর,
ভরা শ্রাবণের ভারী বর্ষণে গৃহ আজ কারাগার।
বাইরে করোনা সঙ্গী বৃষ্টি মন বড়ো উচাটন,
প্রেয়সির নিজ হাতের যতন পেতে চায় এই মন।


বাতায়নে বসে দেখছি বৃষ্টি রিম্ ঝিম্ ঝিম্ ঝরে,
পাখিরা ভিজছে গাছের শাখায় কাঁপে ঠক্ ঠক্ করে।
মাছ ব্যবসায়ী দ্বারে দ্বারে হেকে বলছে লাগবে মাছ--
কদমের ফুল তুলতে ছেলেরা চড়ছে কদম গাছ।


দুধ বিক্রেতা বৃষ্টিতে ভিজে ছুটছে অনেক বাড়ি,
বলছে কাকিমা, কখনো বউদি, আনতো দুধের হাড়ি।
এই বর্ষায় যদি লেগে যায় ঠান্ডা সর্দি কাশি,
থাকতে আমার হবে ক্লিনিকে থাকবে না মুখে হাসি।


আমি বসে বসে ভাবছি তোমায় শুনছি ভেকের ডাক,
মনের ভেতরে চুপি চুপি এসে স্বপ্নরা দেয় হাক।
বিরহী এ মন এই বর্ষায় থাকে না কিছুতে থির,
স্বপ্নবিলাসী বিরহী হৃদয় নয়নে বয় যে নীর।


মনে পড়ে আজ সেই একদিন ভরা বর্ষার কালে,
তোমারি সঙ্গে নৌকায় চড়ে মৎস্য ধরছি জালে।
মাথার উপরে বাহারি মেঘেরা ঝরায় বাদল বারি,
বৃষ্টিতে ভিজে শাপলা তুলতে লাগছিল মজা ভারী।


এই বর্ষায় তুমি কাছে নেই কাটেনা সময় মোটে,
পাইনে পরশ লাগেনা হরষ আসেনা তো হাসি ঠোঁটে।
ভরা বর্ষার কদম কেতকী হয়ে যাবে সব বাসি,
আর কতদিনে তোমার ও মুখে দেখবো মধুর হাসি?


০৫/০৮/২০২০ ইং


মাত্রাবৃত্ত ছন্দ
মাত্রা- ৬+৬+৬+২