মদের নেশায় মত্ত মানুষ আবোল-তাবোল বকে,
মুঠোফোনের নেশায় মজে উঠছে জীবন ডকে।
এমন মধুর নেশার জিনিস পৃথিবীতে নেই আর,
এর-ই নেশায় মত্ত সবার হচ্ছে জীবন ছারখার।


ফোনের পিছে সারাটা দিন করছে সবাই নষ্ট,
পড়ুয়াদের পিতা-মাতা পাচ্ছে ভীষণ কষ্ট।
আগের দিনে বন্ধু-বান্ধব করতো সবাই গল্প,
এক জায়গাতে বসলে এখন গল্প হয় খুব অল্প।


সবার দৃষ্টি ফোনের দিকে চায়না কারো পানে,
সময় কখন পার হয়ে যায় বুঝেনা তো মানে।
নারী-পুরুষ, শিশু-কিশোর ব্যস্ত মুঠোফোনে,
ভেসে যাচ্ছে জীবন, সংসার গহীন আঁধার কোণে।


ফোনের ব্যবহারে সরকার আনুক কঠিন বিধান,
ছাত্র-যুব, দেশ বাঁচাতে ইহাই এখন নিদান।


১৩/০১/২০২১ ইং