সবাই ভালো হলে ভালোর মর্যাদা আর থাকে কি?
তাই তো আমি পণ করেছি মন্দ হয়ে-ই খাবো ঘি।
রহিম চাচা ভালো মানুষ,
লুটের টাকায় উড়ায় ফানুস।
টাকার জোরে সবাই তারে ভয়তে বলে হুজুর, জি,
আমার কিসের দায় পড়েছে হবো সবার লক্ষ্মীটি?


পাশের বাড়ির ধলা বালার চুরি করায় পাকা হাত,
সবার ঘরে চুরি করে দেখেনা সে জাত ও পাত।
নেতারা সব গর্ব করে,
সাম্যবাদের ধরনা ধরে।
ধলার চেয়ে সাম্যবাদী কোন নেতা আছে কি?
আমার কিসের দায় পড়েছে হবো সবার লক্ষীটি?


নেতা হলে যখন-তখন যায় যা বলা খুশিতে,
কোরমা পোলাও না পেলে মুখ যায় তো দেয়া ভুসিতে।
সুদিন এলে ফুটবে হাসি,
গিলবো তাড়ি রাশি রাশি।
অপর নেতার নিন্দা বাক্যে ফুটবে মুখে দারুণ খই,
আমার কিসের দায় পড়েছে লক্ষ্মী হয়ে খাবো দই?


দেশ যদি যায় জাহান্নামে আমার তাতে ক্ষতি নেই,
ভদ্রবেশী ডাকাতিতে ভরবে আমার পকেটে যেই,
মনের সুখে মারবো আড্ডা,
যাকে খুশি মারবো গাড্ডা।
হৈ-হুল্লোড়ে জীবনটাকে কাটিয়ে দেবো বিদেশেই,
আমার কিসের দায় পড়েছে থাকতে হবে এদেশেই?


দেশ প্রেম এবং মানব প্রেমের এই নমুনা বাড়ুক খুব,
লুটতরাজের রেকর্ড গড়ে গঙ্গাজলে দেবো ডুব।
মায়ের কাছে চাইবো ক্ষমা,
শাস্তি না হয় থাকবে জমা।
খুশি মনে বিদেশ গিয়ে ভুলে যাবো আপন দেশ,
ওদের ব্যাংকে টাকা রেখে তা ধিনা ধিন নাচবো বেশ!


০৬/০১/২০২১ ইং