বালির প্রাসাদ বানিয়ে তোমরা
করছো বসবাস,
ঝঞ্ঝাবাতে ধ্বসবে যেদিন
করবে হা-হুতাশ।


আমরা যারা কষ্ট করি
সকাল থেকে রাত,
ঘুম পাড়িয়ে দেয় যে শ্রান্তি
হলে কোথাও কাত।


ঘুমের ওষুধ খেয়ে তোমরা
রাত্রি করো ভোর,
গভীর ঘুমে আমরা ঘুমাই
চায় না কাটতে ঘোর।


ক্ষমতা আর কৌশল দিয়ে
ঠকাও গরিব সব,
নিপীড়ন আর নির্যাতনে
বন্ধ কলরব।


আমাদের এই শ্রম-ঘামের
মূল্য করে লুট,
গড়ছো তোমরা রম্য প্রাসাদ
তোমরা সবাই ঝুট।


গরিবের হক মেরে তোমরা
আছো মজায় বেশ,
মানবতার নেই কোন লেশ
নেইতো শিক্ষার রেশ।


বাতাস কি বয় একই দিকে
বলতে পারো ভাই?
সূর্যটা কি ঢাকে না ওই
ছোট্ট মেঘের চাঁই?


দিনের পরে রাত্রি আসে
রাতের পরে দিন,
জোয়ার-জলে ভাসবে যেদিন
থাকবে আশা ক্ষীণ।


ধ্বংস হবেই স্বপ্ন বাসর
উবে যাবে সুখ,
তখন হয়তো পারবে বুঝতে
গরিব লোকের দুখ।


০১/১২/২০২০ ইং