করোনা আবার এসেছে গো ফিরে ধরেছে রুদ্র মুরতি,
রেয়াত করে না ধনী ও গরিব, বিদ্বান, যোদ্ধৃপতি।
নিয়ম-কানুন মানেনা যাহারা দেখায় দারুণ ভাব,
ভেবো না করোনা মাপ করে দেবে ডাকবে তোমায়, সাব।


করোনার নেই কর্ণরন্ধ্র শুনবে কি করে বল?
ভালো যদি চাও কোন কথা নয় সাবধান হয়ে চল।
যখনই সুযোগ পাবে ও সেয়ানা ধরবে চুলের মুঠি,
শক্তি-সাহস এক নিমেষেই নেবে ও হারামি লুটি।


জীবনের মায়া থাকে যদি তবে হও সবে সচেতন,
মাক্স ছাড়া কেউ হবে না বাহির করো হে এমন পণ।
কোন পরিবারে একজন যদি করোনা নাগাল পায়,
ওই পরিবার, বন্ধু-স্বজন করোনা ঝুঁকিতে যায়।


করোনার টিকা এসেছে বলেই ভেবো না বিপদমুক্ত,
গুটি গুটি পায়ে শরীরে ঢুকে ও বানাবে মণ্ডা, শুক্ত।
নব প্রজাতির করোনার নাকি শক্তি অনেক বেশি,
সমাজবিরোধী, ভণ্ডের চেয়ে শক্ত ওদের পেশী।


পরজীবী এই অচেনা শত্রু ভীষণ ভয়ঙ্কর,
অবহেলা নয়; সাবধানতাই শত্রু বধের শর।
আসুন সবাই সচেতন হয়ে মোকাবেলা করি অরি,
দীর্ণ পৃথিবী হাসবে আবার শত্রুকে বধ করি।


০৫/০৪/২০২১ ইং