সব মানুষেই ভুল করে; ভুল করে না তো শয়তান,
সচেতন যারা নিজের গুনের করে না তো গুণগান।
ভুল যে ধরায় সেই তো বন্ধু, সেই তো আপন জন,
বিপদের দিনে প্রাচীরের মতো পাশে থাকে অনুক্ষণ।


মিষ্টি মিষ্টি কথা বলে যারা বিপদে থাকে না পাশে,
বন্ধু তো নয়; শত্রু যে তারা বিপদে আড়ালে হাসে।
সুখের পায়রা এসব মানুষ দূরে দূরে থাকা ভালো,
সুযোগ পিয়াসি এমন লোকের স্বভাব ভীষণ কালো।


সুখের সময়ে পাশে থেকে যারা স্বার্থে বক্ষে টানে,
স্বার্থ ফুরালে ছুরি মেরে তারা মাতে আনন্দ গানে।
বন্ধু মানেই ধরণীর মতো স্বার্থবিহীন বুক,
দুঃখের দিনে পাশে থেকে হেসে মেনে নেয় সব দুখ।


আমার কাজের কিংবা লেখার ধরিয়ে দেয় যে ভুল,
সেই তো আমার আসল বন্ধু ফুলবাগিচার ফুল।
বরেণ্য কবি, কবীর হুমায়ূন তেমনি একজন,
মাঝে মাঝে এসে আমার পাতায় করেন সংশোধন।
কৃতজ্ঞ আমি, প্রাজ্ঞ কবিকে অভিবাদন জানাই,
আমার পাতায় বারে বারে তাঁকে বেশি বেশি করে চাই।


ছন্দ পিয়াসি এই আমি ডুবি ছন্দের সুর-লয়ে,
পালতোলা নাও যেন দুলে যায় তটিনীর বুকে বয়ে।
যদি চোখে পড়ে ছন্দের ভুল আপনার জন ভেবে,
ধরিয়ে দিলেই কেউ খুশি হয়, কেউ যায় খুব রেগে।
আমি নই মোটে নির্ভুল কবি আমারও তো হয় ভুল,
ধরিয়ে দেবে যে কুর্নিশ তাকে জানাবোই বিলকুল।


১০/০৭/২০২১ ইং


শ্রদ্ধেয় প্রবুদ্ধ কবি কবীর হুমায়ূন-কে এই কবিতাটি উৎসর্গ করলাম।