রাজনীতি মানে নীতির রাজা নয়কো রাজার নীতি,
রাজার হৃদয়ে থাকতে হবে মানুষের প্রতি প্রীতি।
জনকল্যাণ প্রজার হিত রাজার আসল ধর্ম,
আত্মচিন্তা আত্মসুখ অবহেলে করো কর্ম।


মহীয়সী রানী ভিক্টোরিয়া করেনি অহংকার,
আইনের প্রতি শ্রদ্ধা রেখে করেছে জীবন পার।
অপরাধী নিজ ছেলেকে তিনি করেনি কখনো ক্ষমা,
আপন পরের বিভেদ তাঁর হৃদয়ে ছিলনা জমা।


রাম রাজত্বে সকল প্রজা ছিলেন দারুণ সুখি,
ভাইপো ভাগ্নে ছিল না তাঁর করতে প্রজাকে দুখি।
প্রজার সুখের কারণে নৃপ ছিলেন দারুন যোগী,
আধুনিককালে রাজারা সব আত্মমগ্ন ভোগী।


রাজনীতি আজ ব্যবসা নীতি মানুষ ঠকিয়ে চলা,
জনগণ সব যাক না মরে চলুক নৃত্যকলা।
নিরক্ষর ও উগ্রবাদী ধরেছে দেশের হাল,
মদের নেশায় মাতাল হয়ে বকে শুধু ভুলভাল।


আত্মগর্বে অন্ধ রাজা ভাবে জনগণ বোকা,
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ধোঁকা।
ধর্ষণ, হত্যা প্রতিযোগিতা চলছে নিয়ত হেসে,
ক্ষমতায় থাকা নেতারা থাকে মগ্ন ঘুমের দেশে।


জাগো জনগণ ধরো মশাল জ্বালাও ওদের গদি,
জ্বালিয়ে-পুড়িয়ে ভষ্ম করো বাঁচতে চাও গো যদি।


০৫/১০/২০২০ ইং