তমালের ছায়াতলে বসে ভাবি আমি,
কোথায় রয়েছো তুমি হে জগৎ স্বামী!?
চারিদিকে হানাহানি কী স্বার্থের ঢেউ!
ভালো মানুষের পিছে লাগে শুধু ফেউ।
ষড়যন্ত্র বেড়াজালে পায় না তো দিশা,
দুর্মদের কর্ম দেখে পায় বিবমিষা।
চক্ষু-কর্ণ বন্ধ রেখে বৈকুণ্ঠ কাননে,
আত্ম গরিমায় হাসো বিমুগ্ধ আননে।


তোমার প্রতি যাদের রয়েছে বিশ্বাস,
নিস্পন্দ তোমায় দেখে বয় দীর্ঘশ্বাস।
তাদের রক্ষায় তুমি বদ্ধপরিকর,
আবির্ভূত হয়ে রক্ষা করো হে ঈশ্বর!
তোমার করুণাবারি করে বরিষণ,
ধ্বংস হতে রক্ষা করো তোমার সৃজন।


০৭/১২/২০২১ ইং।