দিচ্ছি কথা (অনু কবিতা-৮)
                      --জগদীশ চন্দ্র মণ্ডল


ভালোবাসি মাটির গন্ধ, সবুজ-শ্যামল গাও,
বিলের জলে শাপলা তোলা, ছোট্ট ডিঙি নাও।
মাঝির কণ্ঠে ভাটিয়ালি, বাঁশের বাঁশির সুর,
মন মাতানো মায়ের হাসি আজ যে কত দূর!


ইট-পাথরের দালান-কোঠায় নেই তো কোন মায়া,
স্বার্থবাদী মানুষ সবাই নেইতো স্নেহের ছায়া।
ছোট্ট বেলার সেসব স্মৃতি ধরছে আমায় ঘিরে,
দিচ্ছি কথা আবার আমি আসবো গাঁয়ে ফিরে।


২৩/১১/২০২০ ইং
    
   প্রত্যাশা জাগে (অনু কবিতা-৯)
                      --জগদীশ চন্দ্র মণ্ডল


লোভের আগুনে পুড়ছে মানুষ খুঁজছে কেবল মোহর,
বিবেক বুদ্ধি গুলে খেয়ে সব খুঁড়ছে মৃত্যু নহর।
কাজ না করেই হাতে পেতে চায় সপ্ত রাজার ধন,
জাল-জালিয়াতি করতে ইচ্ছে ভালো কাজে নেই মন।


বিত্ত প্রভাবে মানুষের মন শ্বাপদের চেয়ে নগ্ন,
এসব দেখেই কবির হৃদয় চিন্তায় হয় যে মগ্ন।
খুঁজে ফেরে শুধু শব্দের মোহর চিন্তায় উদভ্রান্ত,
প্রত্যাশা জাগে থামবে মানুষ কবে হয় খুব শ্রান্ত।


২৪/১১/২০২০ ইং