আমি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি--
যেখানে থাকবে না অসুস্থ পৃথিবীর হানাহানি
থাকবে না নারী খেকোদের উৎকট উৎপাত
যেখানে ওত পেতে থাকবে না বুভুক্ষের কান্না
থাকবে না ছিঁড়ে যাওয়া সময়ের আর্তচিৎকার
থাকবে না সুখ-খেকোদের অস্বামিক কুকুরের
ঘেউ ঘেউ শব্দ--
যেখানে শিয়াল-শকুন রূপি দ্বিপদী জন্তুর
পদভারে প্রকম্পিত হবে না মেদিনী--


আমি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি--
যেখানে থাকবে রাতের আকাশে মিটমিট করে
জ্বলা অগুনিত তারার মেলা
থাকবে অমিয় জোছনা মাখা প্রেম সোহাগি হাসি
থাকবে ঘর্মাক্ত কৃষকের সোনালি হাসির ফোয়ারা,
প্রবল বর্ষায় জল জমা ডোবায় ভেকের ডাক,
সন্ধ্যার আলো-আঁধারিতে ঝিঁঝি পোকার
অবিরাম উৎপাত
থাকবে মাঝির কণ্ঠে ভাটিয়ালি সুর,
অবিরাম বৃষ্টিতে ভিজে চলা শিশু-কিশোরদের
বাধাহীন মধুর হাসি,
থাকবে ধরার বুকে স্বর্গ সৃষ্টিকারী নারীর অবাধ বিচরণ
থাকবে শিউলি তলায় শিউলি ফুল
বকুল তলায় বকুল
ভোরের নীহার বিন্দু দেবে ভরিয়ে হৃদয় কুল
দেখা যাবে ডোবার কিনারে মিটিমিটি জ্বলা
জজোনাক পোকার মেলা
গরিব মানুষ যখন-তখন খাবে না আর ঠেলা
হাসবে শিশু ফুলের মতো
গাইবে কোকিল গান
সবার মনে ছড়িয়ে যাবে ভালোবাসার তান
এমন পৃথিবী তৈরি করতে চাই--
ফুলের মতো নিষ্পাপ মনের মানুষ; চাই--


দ্বিপদী জন্তুর বিনাশ--


৩১/০৫/২০২১ ইং


অস্বামিক--মালিকহীন, বেওয়ারিশ