কৃষকের ঘামে ভেজা এ দেশের মাটি,
ঝড়, জল, বান, খরা নেই অবসর,
দিন-রাত কাজ করে হৃদয়টা খাঁটি,
পায় না তো ভালোবাসা, স্বস্তির প্রহর।


নেতাদের মুখে থাকে বড় বড় বুলি,
ভাষণে-শাসনে তারা দেশটা কাঁপায়।
ননী-ক্ষীর লুটে তারা ভরে নিজ ঝুলি,
গরিবে গরিব থাকে অসুখে হাঁপায়।


হরেক রকম কাজে নিযুক্ত মজুর,
সারাদিন খেটে-খুটে ক্লান্তির ধকল,
সঠিক মজুরি কভু দেয় না হুজুর,
ক্ষুধা, রোগ, শোকে ভোগে শ্রমিক সকল।


দ্রোহের আগুনে জাগো কৃষক-মজুর,
অত্যাচার, অবিচার ভেঙে হবে চুর।


২৪/০৯/২০২০ ইং