স্কুল-কলেজ বন্ধ ছিল পড়তে হয়নি বই,
মুঠোফোন আর ট্যাব নিয়ে সব করতো যে হইচই।
তবুও সবাই দিয়ে দিলো-  মস্ত বড়ো পাস,
রাজার আদেশ-  বিদ্যা-শিক্ষার দারুণ প্রতিভাস।


এমনি করেই দিচ্ছে রাজা জাতির পুচ্ছে বাঁশ,
বিদ্যা ছাড়া সার্টিফিকেট? খাবেই খাবে ঘাস।
'ক' লিখতে কলম ভাঙবে পাবে না তো কাজ,
বাবা-মায়ের মাথায় পড়বে আকাশ সমান বাজ।


ঘুরবে তাদের পিছে পিছে হাঁটুতে যার জ্ঞান,
রাত্রি-দিবস পায়ের নিচে করবে বসে ধ্যান।
হাত জোড় করে বলবে মামা, দাও না চাকরি কাকা,
লাগলে বাপের ভিটে বেচে দেবো না হয় টাকা।


ফ্যা ফ্যা করে ঘুরবে পিছে লাগবে ওদের খুশ,
মনের সুখে খেয়ে নেবে পাঁজর ভাঙা ঘুষ।
শিক্ষাবিহীন শিক্ষিতরা বিক্রি করবে দেশ,
উপরে ঠ্যাং তুলে বলবে-  আহা! কী যে বেশ!!


শিক্ষার এমন রং চটা হাল দেশের জন্য মন্দ,
ডুববে জাতি খানা-খন্দে নেই তো কোনো সন্দ।


২৭/০৮/২০২১ ইং