সুখেরা ঝরে যায় ছিন্ন পাতার মতো নীরবে--
দুঃখরা মনের গহীনে বাসা বাঁধে সযতনে
চড়ুই পাখিরা যেভাবে বাসা বাঁধে ঘরের কোণে
ঝড়-ঝাপটা কে আড়াল করে--
মাঝে মাঝে সুখের ফেরিওয়ালারা আসে
ঝুড়ি ঝুড়ি সুখের স্বপ্ন নিয়ে
ঝোড়ো হওয়ার মতো--
দুখি চোখগুলো চকচক করে ওঠে
অন্ধকারে বিড়ালের চোখের মতো
কিন্তু ওই পর্যন্তই--
দুঃখগুলো নড়েচড়ে উঠে আরাম হারানোর ভয়ে--
সুখের হাওয়া-ই শুধু বয়ে যায় ক্ষণিকের জন্য
কিন্তু আসি আসি করেও ওরা আর আসে না--
প্রায় আগত সুখগুলোকে উড়িয়ে নিয়ে যায়
উত্তরের হিমেল হাওয়া--
ডুবিয়ে দেয় সাগরের নোনা জলে--
দুঃখ-কষ্ট গুলো আবার জেকে বসে
মাঘ মাসের হাড়কাঁপানো শীতের মতো নির্ভয়ে--
ওরা বুঝে যায় আরো একটা দীর্ঘ সময়ের জন্য
ওদের আসন পাকা--
এভাবেই চলছে অনন্ত কাল ধরে
অসহায় গরিব মানুষদের জীবন চক্র--
ঘন কুয়াশার মতো নৈরাশ্যের বেড়াজালে নিমজ্জিত--
রূপালি চাঁদ ওদের কাছে শুকনো রুটির মতো বিবর্ণ--
নীল জোছনা কে মনে হয় মায়াময় ফাঁদ
চোরাবালির মতো রহস্যময়--


১২/১২/২০২০ ইং