ভুলে গেছি আমি সেই মধুনাম
যে নামে আমায় ডাকতে,
সোনা ঝরা সেই দিনগুলো আজ
চায় যে নীরবে কাঁদতে।
দিয়ে গেছো তুমি নিদারুণ শোক,
নীলিমার নীলে নেই কোন ঝোঁক,
জীবন এখন বহতা নদীর
ম্রিয়মাণ বালুচর।
ভেঙেছে আমার স্বপ্ন ও আশা,
চোখ মেলে দেখি নিবিড় কুয়াশা,
পথে পথে ঘুরি পথেই এখন
বেঁধেছি আমার ঘর।
সাহারার মত ধু ধু বালুময়
স্বপ্নহারা বাসর।


চলতে চলতে ছেড়ে গেছো হাত,
দিয়েছো আমায় নানা অজুহাত,
সে সব ছিল যে গৌণ।
আজ কেন কোন কথা ফোটে না হে?
আজ কেন তুমি মৌন?
জীবনের শেষ সীমানায় এসে
ভাবছো হয়েছে ভুল,
বিহগের মতো উড়ে গেছে সুখ
নেই বেঁচে একচুল।
কী হবে গো আর পিছু পিছু ডেকে!
জীবনের পথ গেছে এঁকে-বেঁকে,
রেল লাইনের সমান্তরালে
চলছি দুজনে আজ,
দুখিদের সাথে করেছি মিতালি
দুখেই করি যে রাজ।
তোমার পথেই থাকো তুমি সুখে
আমার অনেক কাজ।


১৮/০৫/২০২১ ইং