যদি তুমি রেগে যাও কী যে লাগে ভালো!
তোমার ভালোবাসা যে অসীম অতল,
খুশির ঝিলিক ঠোঁটে হৃদয় উতল,
তোমার আঁখিতে জ্বলে জোনাকির আলো।
নিমেষে হয় যে দূর হৃদয়ের কালো,
হঠাৎ মলিন মুখ আঁখি ভরা জল,
আমাকে ভোলাতে তুমি কেন করো ছল?
আমার হৃদয়ে তুমি সুখ দীপ জ্বালো।


তোমায় বাসিয়া ভালো ত্যাগিয়াছি ঘর,
ভ্রমেছি বন্ধুর পথ হাতে ধরে হাত,
ভেঙেছি গড়েছি কত শত বালুচর।
আজ কেন দহে হৃদি ভিজে আঁখিপাত?
জেগেছে কি হৃদে তব পিতার আদর?
চলো ফিরে মেনে নেব দুর্ভাগ্যের রাত।


০৪/০৯/২০২০ ইং