দুঃসময়ের খুশির ঈদে
ভরুক সবার মন,
হিংসা-বিদ্বেষ ভুলে সবার
কাটুক কিছুক্ষণ।


জীবন যুদ্ধে, কর্ম যুদ্ধে
বছর কেটে যায়,
আজকে না হয় সবাই ছুটুক
ঈদের খুশির বায়।


চাঁদের মতো ফুটুক হাসি
সকল শিশুর মুখে,
সবাই ভাবুক একটুখানি
পথশিশুর দুখে।


দূর নীলিমায় যাক মিলিয়ে
ধর্ম-বর্ণের ভেদ,
খুশির দিনে দাও তাড়িয়ে
মনের যত খেদ।


দূর হয়ে যাক মনে জমা
দুর্দিনের এই কষ্ট,
সবাই মিলে দূর করে দেই
ভাবনা যত নষ্ট।


নতুন করে ভাবতে শিখি
খুঁজতে শিখি শান্তি,
নদীর স্রোতে দেই ভাসিয়ে
ভ্রান্তি এবং ক্লান্তি।


শিশুর মতো সবার মুখে
ছড়িয়ে পড়ুক হাসি,
ঈদ খুশিতে মেঘের ভেলায়
আসুন সবাই ভাসি।


১৫/০৫/২০২১ ইং