ঝুট-ঝামেলা দেখলেই এড়িয়ে চলেন নরেশ বাবু
নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে লাভ কি ভেবে
উপেক্ষা করে কত অনুনয়-বিনয়-আর্তনাদ
কাউকে সাহায্য করতে গিয়ে পড়তে চায় না বিপদে
কিন্তু বিপদে ছাড়বে কেন?
পাড়াময় দাপিয়ে বেড়ায় আগাছার মতো বেড়ে ওঠা কিছু নষ্ট ছেলে
একদিন হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে নন্দিতার উপর
নরেশ বাবুর রূপসী কনিষ্ঠ মেয়ে
বাঁচাও--- বাঁচাও--- চিৎকার--
সাহায্যের জন্য নরেশ বাবুর করুণ আবেদন
কিন্তু এগিয়ে আসে না কেউ
খটখট করে বন্ধ হয়ে যায় আশেপাশের সব বাড়ির  
জানালা
ত্রস্ত পায়ে নিঃশব্দে চলে যায় কাছাকাছি থাকা লোকজন
মেয়ের দুর্দশায় হাউমাউ করে কেঁদে ওঠে নরেশ বাবু
দ্বিপদী জন্তুগুলো সোল্লাসে লুটে নেয় নন্দিতার সব
চারদিকে শুনশান নীরবতা
বাতাসে ভেসে আসে একটানা করুণ গোঙানির শব্দ--


এই প্রথম নারেশ বাবু বুঝতে পারলেন
বিপদে কাউকে সাহায্য না করলে নিজের বিপদে এগিয়ে আসে না কেউ
সামান্য সমবেদনা জানায় নি কোন আত্মীয়-স্বজন
তাদের বিপদে তারাও ছিল উপেক্ষিত
ভাবনার আকাশ জুড়ে বিষাদের ধূসর ছায়া


উপলব্ধি করলেন--
একতাই বল
আত্মীয়-পরিজন, প্রতিবেশীদের এড়িয়ে
আত্মস্বার্থ এবং সুখে মগ্ন থেকে
একা একা ভালো থাকা যায় না কখনো--


০৯/০৯/২০২১ ইং