তোমার খোঁপায় পরিয়ে দেব
                লাল দোপাটি ফুল,
লাগবে দেখতে খুব মনোহর
                ভ্রমরকৃষ্ণ চুল।


সুরমা মাখা কজ্জল আঁখি
                ফেললে আমার পানে,
যাই হারিয়ে তেপান্তরে
                চৈতি হাওয়ার বানে।


তোমার হাসির ঝরনা ধারায়
                ভাসি আমি সুখে,
তেড়ে আসা দুঃখের ছায়া
                পড়ে না আর মুখে।


আসুক যত ঝঞ্ঝা-তুফান
                ছাড়বো না তো হাত,
অন্ধকারের বন্ধ্যা তিমির
                হবে জোছনা রাত।


তুমি আমার মন আকাশে
                পূর্ণ কলা শশী,
এক নিমেষে দূর করে দাও
                এক পৃথিবী মসি।


ফাগুন হাসে তোমার ঠোঁটে
                কৃষ্ণচূড়ার লালে,
উষ্ণ ঠোঁটের নরম পরশ
                ছোঁয়াও যখন গালে।


২৩/০৩/২০২১ ইং