দেশের ভালো করলে সবাই থাকবে সুখের হাটে,
আমার কী লাভ! ভাবছে নেতা, তাই তো ফন্দি আঁটে।
সবার মাথায় কাঁঠাল ভেঙে নিজের করে ভালো,
দেশের ক্ষতি ক'রে জ্বালে আপন ঘরে আলো।


ওরা বলে জনগণকে, ভিক্ষায় থাকো সুখি,
আমাদের সুখ দেখে তোমরা হইয়ো না কেউ দুখি।
স্কুল-কলেজ থাক না বন্ধ কী হবে আর খুলে!
তোমরা তো ভাই সুখেই আছো পায়েতে পা তুলে।


আমরা নেতা ছুটবো বেগে রোদ-বৃষ্টি মেখে,
তোমরা সুখে ঘরে বসে কাটাও স্বপ্ন দেখে।
শিক্ষা পেলে, কর্ম পেলে হবে তোমরা স্বাধীন,
ধরে ফেলবে ছল-চাতুরি বাজাবে ঢোল তা ধিন।


তারচে' ভালো শিক্ষাবিহীন থাকো কুঁড়ে ঘরে,
খাবার দেবো, বলবে সুখে হরে কৃষ্ণ হরে।
খাবার পাবে ঘরে বসে সঙ্গে পাবে মদ,
খালি খালি আমাদের ভাই বলো না আর বদ।


ওদের ফন্দি দেখে আমার মাথাটা যায় ঘুরে,
জনগণের মন ও মেজাজ দেখি তো ফুরফুরে।
ওদের খেলাঘরে আমরা পাশা খেলার ঘুঁটি?
সারা জীবন আমরা কি ভাই থাকবো চুনো পুঁটি?


আমজনতা বুঝবে কবে বলবে কবে জোরে,
"ভিক্ষা চাই না, কাজ চাই আমরা খাবো কর্ম ক'রে।
ফন্দি রেখে কাজ দে ওরে বলছি ফন্দিবাজ,
নইলে তোদের মুণ্ডু ছিড়বো ভাঙবো মাথার তাজ।।"


২১/০৮/২০২১ ইং