ভালো ছিলাম, যখন তুমি ছিলে না
স্বপ্নের উঠোন ছিল ফাঁকা
তুমি এলে স্বপ্ন এলো
সাথে নিয়ে এলে আকাঙ্ক্ষার গনগনে রোদ
ময়লা জড়ানো  স্যাঁত-সেঁতে বিছানা উধাও
এসেছে দামি খাট, তুলতুলে বিছানা, মখমলের চাদর
পুরনো অভ্যেস এখন অবহেলিত
ঘুম আসে না আর
রোজ রোজ খেতে হয় ঘুমের বড়ি
অসময়ে ধেয়ে আসে ক্ষুধার রাক্ষস
উঠোনের এক কোণে জমে থাকা
পচা-বাসি খাবার খেতে আসে না
রোজ রোজ ভিড় করা কাক, টুনটুনি--
ওখানে এখন সাজানো-গোছানো ফুলের টব
গুনগুন করে অলিকুল
ফিরে যায় হতাশা কুড়িয়ে, কারণ--
ওগুলো আসল নয়; নকল, কৃত্রিম--
তোমার হাত ধরে এসেছে দামি সোফা, গাড়ি
পায়ে চলা অভ্যেসটা এখন কেঁদে মরে গোপনে
বেড়েছে আরাম-আয়েশ
উবে গেছে ঘুম, সুখ


এ বাড়ির পথ মাড়ানো ভুলে গেছে ও বাড়ির ছোট্ট খুকি
তোমার কৃত্রিম হাসিতে সে বিভ্রান্ত
ভীত হরিণ শিশুর মতো সন্ত্রস্ত
আমার মুখের হাসিতে নেই সেই সজীবতা
দেখলেই যারা এগিয়ে আসতো হাসিমুখে
করতো কুশল বিনিময়
তারা এখন সাইবেরিয়ার অতিথি পাখি
আসে ঠেকায় পড়লে
মধ্য গগনে সূর্যের মতো আমি একা
অহংকারের তেজে কাছে ঘেষে না কেউ


অতি সন্তর্পনে কিন্তু নেকড়ের মতো ক্ষিপ্র গতিতে
শরীরে প্রবেশ করেছে সুযোগ-সন্ধানী সুগার
বিলাস-ব্যসন, আরাম-আয়েশ এবং কৃত্রিমতায়
হাঁপিয়ে উঠেছি আমি--
চাই মুক্তি
ফিরিয়ে দাও আমার
সেই স্যাঁত-সেঁতে বিছানা, উদম জানালা
জানালা গলে উঁকি মারুক সকালের মুঠো মুঠো রোদ
কৃত্রিম ফুলদানি সরিয়ে চাষ হোক
জুঁই-চামেলি-শিউলি-গাঁদা
মধুকরের গুঞ্জনে মুখরিত হোক আমার বাগান
মেকি সভ্যতার পরিবর্তে চাষ হোক
শিশুর সরলতা
ভোরের সজীব হাওয়ার মতো


নির্ভেজাল ভালোবাসা


২৬/০৬/২০২১ ইং