এই করোনা ডাইনি বুড়ি তোর তো ভীষণ ঝাঁজ!
তোর কারনেই অনেক মানুষ হারিয়েছে কাজ।
আসবে সুদিন এই ভেবে ক্ষীণ গেছে ছেলে কাজে,
কাজ-কর্ম নেই, টাকাও নেই পড়ছে কী যে লাজে!
খাবার দাবার নেই ঘরেতে মা কেঁদে কয় বাবা,
পয়সার আমার দরকার নেই ঘরে কবে আবা?
লকডাউন এর গ্যাড়াকলে গাড়ি সকল বন্ধ,
মা কেঁদে কয় তোর কারনেই হব যে আমি অন্ধ।
মাও কান্দে ছেলেও কান্দে দোহার চোখেতেই জল,
এই করোনা পোড়ারমুখী তুই যাবি কবে বল?


অনেক শ্রমিক হেঁটে হেঁটে চলছে বাড়ির পথে,
তোর ভয়েতে কেহ আবার চলছে নিজের রথে।
পথি মধ্যেই দিচ্ছিস হানা ভাবিস না তুই কিচ্ছু,
হায় করোনা! তুই তো দেখছি ভীষণ বড় বিচ্ছু!


তুই না গেলে আমরা যে আর পাইনা মনে বল,
যাবার আগে তুই কেন আর করিস নানা ছল?
তুই যদি যাস খেতে দেব মধুর মতন আম,
জানিস কি তুই, এবার দেশে আমের বড় দাম?
অমৃত ফল নাম যে ইহার সকল লোকে খায়,
এই ফল খেলে স্বর্গে যাওয়ার হবে যে উপায়।
মর্ত্যলোকের মায়া ছেড়ে তুই অমৃতলোকে যা না!
সেথায় গিয়ে মনের সুখেই যা খুশি তাই খা না!


এতদসত্ত্বেও না যদি যাস খাবি কি তুই গাঁজা?
গাঁজা খেলেই এক নিমিষেই হতে পারবি রাজা।
রাজা হয়ে প্রজার কল্যাণ করতে পারবি তুই।
তখন নিশ্চয়ই ছেড়ে যাবি মর্ত্যলোকের ভূই।
তুই যদি যাস স্বর্গলোকে থাকব আমরা সুখে,
মনের কষ্ট ভুলে যাব সব, ফুটবে হাসি মুখে।


১৫/০৬/২০২০ ইং।


(নিজের রথ মানে সাইকেলে)