অপর লোকের  নিন্দে করা খুব তো সহজ কাজ,
আপন ত্রুটি ধরতে পারলে বলবো মহারাজ।
কোন ধর্মের নিন্দে করা যোগ্য কর্ম নয়,
সমানভাবে ভালো-মন্দ আলোচনা করতে হয়।


সমালোচনা মানে সম-আলোচনা ভালো-মন্দ নিয়ে,
মন্দই শুধু গেয়ে যাবে সদা ভালো টুকু বাদ দিয়ে?
সাহস থাকলে সকল ধর্মের মন্দ দিকটা বলবে,
একটি ধর্মের নিন্দে করে ভুল পথে না চলবে।


ধর্মগুলো সব বেশ পুরানো, আছে কিছু কিছু ভুল,
সকল ধর্মের সমালোচনা করে করো বিচার নির্ভুল।
রামমোহন রায় বিদ্যাসাগর সংস্কার করেছে ধর্ম,
বাদ দিয়ে নয় সংস্কার করে কীর্তিময় তাদের কর্ম।


আছে কি জগতে এমন কোন নির্ভুল মহৎ লোক,
দোষ ভুল নেই শুধু ভালো বলে জ্ঞাত সর্বলোক?
ভালো-মন্দ গুণ বিদ্যমান সকল মানুষে আছে,
ভালো গুণগুলো পরাজিত হয় মন্দ গুণের কাছে।


অকৃতদার বিবেকানন্দ দেশ ও দশের তরে,
যুব সমাজকে সংগঠিত করেছিলেন ধর্মের ধ্বজা ধরে।
ধর্ম মানুষকে সুশিক্ষা দেয় শিখায় ভালো-মন্দ,
ধর্মানুরাগী মানুষের মনে থাকেনা কোন দ্বন্দ্ব।


ধর্মের বাণী বুঝতে না পারা মূর্খও কিছু আছে,
পরধর্মকে ছোট করে সে নিজের ধর্মের কাছে।
সকল ধর্মের মূল কথা হলো সত্য, ন্যায় ও মানবতা,
মহৎপ্রাণ ধর্মানুরাগীরা বুঝেন এর যথার্থতা।


ধর্মহীন মানুষ শ্বাপদ সম মানবতাবাদী তো নয়,
ধর্মানুরাগী মানুষের দ্বারা মানবতার হয় জয়।
উত্তরণের পথে ধর্ম কোনদিন হয়নি কখনো বাঁধা,
মন বিকল হলে সকল কাজেই লাগে ভীষণ ধাঁধা।


মহান বিজ্ঞানী আব্দুল কালাম ধর্ম চর্চা করতেন,
কোরান, গীতা, মহাভারত, রামায়ণও  তিনি পড়তেন।
ধর্মহীন মানুষ পরনিন্দা আর পরচর্চায় ব্রতী হয়।
নিন্দে না করে ধর্মানুরাগীরা গাহে ধর্মের জয়।


১৫/০৮/২০২০ ইং।