সবুজ ঘাসের গালিচা বিছানো বাংলার মাঠে-ঘাটে,
আসব পিয়াসি ভ্রমরের হুলে শান্তি উঠেছে লাটে।
স্বজনপ্রীতির বাজনা বাজায়ে পদ্মে ফোটায় হুল,
বাহারি রঙের ঘাসফুলে চড়ে মক্ষিকা বলে ভুল।


পদ্ম পাঁপড়ি ছিঁড়ছে খুশিতে ঘাসফুলে বসা অলি,
প্রতিদিন পায়ে দলছে হরষে অন্য পুষ্পকলি।
পদ্মের চাষ বন্ধ করেই করবে বৃষের চাষ,
আঁধারে নিকোনো বাংলাকে আরো আঁধার করার আশ।


স্বপ্নে বিভোর মধুমক্ষিকা ঘাসফুল বিনে আর,
এই বাংলায় রাখবে না কোনো পুষ্পের সমাহার।
গন্ধবিহীন ঘাসফুল ঘ্রাণ লাগবে না যার ভালো,
ভ্রমরের হুলে নিভে যাবে তার জীবনের সব আলো।


ঋষভের দুধে সুখি মক্ষিকা তাদের বিলাবে সব,
আর সব যদি যায় মরে যাক শুনবে না কলরব।
রাজনীতির এ নোংরা খেলায় বুদ্ধিজীবীরা চুপ,
গোপনে তাদের অন্দরে আসে গন্ধবিধুর ধূপ।


০৩/০৬/২০২১ ইং


আসব--মধু।