পত্রিকার পাতা খুললেই চোখের সামনে ভেসে ওঠে  
গণতন্ত্রের আর্তচিৎকার--
না বন্ধু, আমরা কিছুই শুনতে পাই না
ময়লা আবর্জনায় যেভাবে
বন্ধ হয়ে যায় পয়ঃনিষ্কাশন নালা
তেমনি বোমাবাজি, পটকাবাজি, বন্দুকবাজিতে
বন্ধ হয়ে গেছে আমাদের কর্ণরন্ধ্র--
ক্ষমতালোভী নেতাদের খাবার প্লেটের উচ্ছিষ্টের মতো
কিছু উচ্ছিষ্ট নেতা-কর্মীর অতি সক্রিয়তার প্রাবল্যে
পত্রিকার পাতায় হররোজ দেখা যায়
বৃক্ষশাখে ঝুলন্ত বিপক্ষ দলের নেতা-কর্মীদের লাশ
কারো ফসলের জমি বিনষ্টের চিহ্ন
কারো মাছের ভেড়িতে বিষ ঢেলে দেয়ার গল্প
কারো ঘর-বাড়ি, দোকান বা
ব্যবসা প্রতিষ্ঠানের ধ্বংসাবশেষ--  
দ্রুতগামী করোনার চেয়ে চৌম্বক গতিতে
ছড়িয়ে পড়ছে এদের ধূমকেতু হিংসার আগুন--


ভীতসন্ত্রস্ত সাধারণ মানুষ শামুকের মতো
নিজেদেরকে গুটিয়ে রেখেছে খোলসের ভেতরে
ভাবছে, এভাবেই হয়তো আসবে স্বর্ণালী শান্তি--
বাধাহীন দুর্বার নদীর স্রোতের মতোই
ঘাসফড়িংদের সন্ত্রাস বেড়ে চলছে ঝড়ের গতিতে
বধির ও বোবা মানুষের মতো
মানুষ হারিয়ে ফেলেছে প্রতিবাদের ভাষা--


গলিত লাভা স্রোতের মতো ছড়িয়ে পড়া হিংসার দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে
গ্রাম থেকে শহর, মানুষের সুখ-শান্তি-ভালোবাসা--
মধুলোভী মক্ষিকার মতো ক্ষমতালোভী,
শৈল শিখরে বসে থাকা রানী মৌমাছির উসকানিতে
তার স্বীকৃত এবং অস্বীকৃত উচ্ছিষ্ট ভিমরুলেরা
হুল ফুটিয়ে চলছে অনবরত, অক্লান্তভাবে--
ভবিষ্যতের কথা না ভেবেই--
বাহ্! গণতন্ত্র বাহ্--!!


তোমায় লাল সালাম--!!


২১/০৪/২০২১ ইং