গরমিল কেন করো? (অনু কবিতা-১০)
                  --জগদীশ চন্দ্র মণ্ডল


জীবনের পদে পদে দেখি শুধু ভুল,
অবেলায় এসে দিচ্ছি ভুলের মাশুল।
ভালো ভেবে এ জীবনে করি যত কাজ,
দৈব দোষে শিরে পড়ে বিধাতার বাজ।


নয়নে সলিল বহে ভাবি বসে চুপ,
কোথা তুমি হে বিধাতা ধরণীর ভূপ?
গরমিল কেন করো ভালো কাজগুলো?
পারো নাকি তুলে নিতে নষ্ট, ভ্রষ্ট ধুলো?


২৬/১১/২০২০ ইং
            
             সুখ বাতাস (অনু কবিতা-১১)
                       --জগদীশ চন্দ্র মণ্ডল


অনেকেই চায় আকাশ ছুঁতে হয়ে চোরা কারবারি,
কেহ আবার স্বর্গে যেতে করে নানান বাটপাড়ি।
স্বর্গে যাওয়া, আকাশ ছোঁয়া নয়তো মোটেই সহজ কাজ,
মানবতার সেবা করে পরতে পারো মাথায় তাজ।


সূর্য কিরণ যেমন দেখো আলোয় ভরায় নবীন ভোর,
ভালোবাসার গোলাপ ছটায় দাও বাড়িয়ে বাহুডোর।
পরশমণি পারলে হতে পারবে ছুঁতে নীল আকাশ,
স্বর্গ এসে ধরা দেবে বইবে ধরায় সুখ বাতাস।


৩০/১১/২০২০ ইং