ঘরে ঘরে মাগে প্রদীপের আলো, পুত্র কামনায় সব,
বিধাতা নীরবে হাসিছে উপরে-- মূর্খের কলরব!
নারীবর্জিত সমাজ কখনো দেখেছ তোমরা কেউ?
কন্যা শিশুর বিরোধিতা ক'রে ছেলে কামনার ঢেউ।


এ মহীতে যদি কন্যা না থাকে পুত্র কোথায় পাবে?
সমকামিতার ভীষণ জ্বালায় এ ধরনী পুড়ে যাবে!
জমি না থাকলে শস্য তোমরা কোথায় ফলাবে বলো?
সৃষ্টি রসের আধার নারীকে সম্মান ক'রে চলো।


ঘরের বিভূষা কন্যা রত্ন আঁধারে জ্বালায় আলো,
যার হাসি মুখ দেখলে পিতার মন হয়ে যায় ভালো।
পরিপাটি রাখে সাজিয়ে সে ঘর অলংকারের মত,
সেই কন্যাকে মাতৃগর্ভে নষ্ট করছে কত!


হিংসা ঘৃণার সংসারে যদি না থাকে কখনো নারী,
মায়া ও মমতা হাতে হাত রেখে আঁধারে দিবে যে পাড়ি।
মেয়ে সন্তান না এলে জগতে জননী কোথায় পাবে?
মাতৃ আদর না পেলে জীবন আঁধারেই ভরে যাবে।


পুত্র হবে না মেয়ে সন্তান কে করে নির্ধারণ?
ইচ্ছে মতন সন্তান পাবে আছে কোন মহাজন?
তাহলে আমরা সুত কামনায় সুতা করি কেন হেলা?
স্রষ্টার দান কন্যা-পুত্রে বিভাজন কেন মেলা!?


৩০/০১/২০২১ ইং