ঘুমের ঘোরে স্বপ্ন দেখি মরছে শকুন লাখে,
কি যেন এক নেশার টানে উড়ছে ঝাঁকে ঝাঁকে।
শহর-বন্দর ভাসছে সুখে শকুনের হাল দেখে,
ছেলে-বুড়ো উড়ায় ফানুস গায়ে আবির মেখে।


আমি কি আর বসে থাকি দিলাম ঝেড়ে দৌড়,
পথের মাঝে হানা দিয়ে বলছে যে পানকৌড়,
এতো খুশি ভালো তো নয়; দেখবে হলে ভোর,
সারাদেশে লেগে যাবে অন্যরকম ঘোর।


স্বপ্ন আমার ভেঙে গেল গায়ে দিয়ে কাঁটা,
ভোরের আলো ফুটলো ঠিকই আকাশ দেখি ফাটা।
শকুনেরা করছে প্রচার মুখে মুখোশ এঁটে,
আমার দলে না থাকলে রে যাবে কপাল ফেটে।


অন্য কাউকে ভোট যদি দিস জায়গা হবে গোরে,
চক্ষু অন্ধ হবে মায়ের আঁখি ভরা লোরে।
মায়ের কোলকে শূন্য করে কতো ছেলে মরছে,
মায়ের চোখের অশ্রু ধারা সমানভাবে ঝরছে।


আঁধার হরা দিনমণি জ্বালাও এমন আলো,
মরবে শুধু শকুনগুলো ঘুচবে আঁধার কালো।


১১/১২/২০২০ ইং