তুই যে এখন আমার থেকে আছিস অনেক দূর,
তোর অভাবে হৃদয় জুড়ে খয়ের খাঁ রোদ্দুর।
ফরাসডাঙার মাঠে যাওয়া হয় না এখন আর,
হয় না দেখা পালতোলা নাও বসে গঙ্গার পাড়।


আউলা বাতাস হয়ে আবার আসবি কবে বল?
কষ্ট পাওয়ার উছিলাতে করবি কবে ছল?
ভোরের সূর্য উঁকি মেরে না দেখে তোর মুখ,
পালিয়ে যায় গোমড়া মুখে পাই না কোন সুখ।


আঁধার রাতের প্রহরগুলো তোর অভাবে রোজ,
অক্টোপাসের মতো পিষে, কে রাখে তার খোঁজ?
আসবি বলে সেই যে গেলি এখন শ্রাবণ মাস,
মেঘবালিকার কান্না অশ্রু হচ্ছে চোখে চাষ।


কষ্ট পাহাড় বুকে নিয়ে থাকবো কত চুপ?
জোনাক হয়ে জ্বলবি কবে? হবি কবে ধূপ?


২৫/০৭/২০২১ ইং