শীত হেঁটে বেড়াচ্ছে ঘরের ভেতর দিয়ে
আয়েশি ভঙ্গিমায়--
বিড়ালের মতো নিঃশব্দ পায়ে
চোরের মতো চুপিসারে
ঢুকে পড়েছে জানালা খোলা পেয়ে
গভীর নিশিতে কম্বল থেকে বেরোনো মাত্রই
জাপটে ধরেছে আমাকে
প্রেয়সির মতো গভীর মমতায়
শুধু নেই--
প্রেয়সির আলিঙ্গনের উষ্ণতা টুকু


হিমশীতল ঠাণ্ডায় জমে যাচ্ছি আমি
চাই একটু উষ্ণতা--
চাই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বহ্নিশিখা--
দেবে কি?


তুমিও আমার মতো কাঁপছো নাকি?
তাহলে একটু ছুঁয়ে দাও আমার হাত
দেখো, নিমিষে তরঙ্গায়িত হবে বিদ্যুৎ প্রবাহ
জ্বলে উঠবে ঘুমন্ত ভিসুভিয়াস
দাবানল হয়ে জ্বলবে শিরায় শিরায়
লেজ গুটিয়ে পালাবে শীত শৈলচূড়ায়
গলে যাবে তোমার হৃদয়ে জমে থাকা
সাইবেরিয়ার সমস্ত বরফ
মিলনাশ্রিত আগ্নেয়গিরির গলিত লাভায়
ভষ্মিভূত হবে মান, অভিমান
ভাসিয়ে নেবে সমস্ত দ্বিধার জঞ্জাল
চুরি হয়ে যাবে পৃথিবীর সমস্ত গোলাপের সৌন্দর্য
ফুটবে প্রাণের মাধুরী
জেগে উঠবে নতুন প্রাণ
ভ্রমর গাইবে গুনগুন


তোমার হৃদয় মরুতে ফুটবে
হাজার প্রসূন---


০৭/১২/২০২০ ইং