তোমার কথায় চললে আমি তোমার ভালো লাগে,
স্বপ্ন ভরা দিন যে তোমার কাটে দারুণ ফাগে।
যাদের জন্য আছে আমার মস্ত বড়ো দায়,
তোমার কাজে করছে তাঁরা শুধু যে হায়! হায়!


হচ্ছে বড়ো তোমার পুত্র আসবে এমন ক্ষণ,
পুত্রবধূর কথা শুনে চলবে ছেলের মন।
পিতা-মাতা এখন আমার পাচ্ছে যেমন কষ্ট,
তখন তোমার সুখের জীবন হয়ে যাবে নষ্ট।


তুমি যাদের কষ্ট দিচ্ছ আসবে এমন দিন,
তারচে অনেক কষ্টে তোমার জীবন হবে লীন।
গুরুজনে কষ্ট দেয়ার বুঝবে জ্বালা তুমি,
সেদিন আমার কষ্ট পাহাড় হাসবে ভালে চুমি।


হাসবো আমি মধুর হাসি তোমার কষ্ট দেখে,
ভোরের আলো একটুখানি অঙ্গে নেবো মেখে।
সেদিন আমার পিতা-মাতা থাকবে না আর ধরায়,
বন্ধ ঘরে তোমার আমার কাটবে দিন খুব জরায়।


তারচে ভালো থাকতে সময় শুধরে নাওনা স্বভাব,
সবাই মিলে থাকবো সুখে থাকবে না তো অভাব।
খুশির হাওয়া বইবে ঘরে হাসবো ফুলের মতো,
সুখের হাওয়া তাড়িয়ে দেবে দুঃখ আছে যতো।


০৬/০২/২০২১ ইং