ভণ্ডামি আর করিস না রে
ওরে অবু চোরা,
চুরির আগে পূজা করে
ফেলিস অশ্রু তোরা।


পূজার আগে চিন্তা করিস
কোথায় দিবি হানা,
ধরা পড়ার ভয়তে পূজা
করিস আমার জানা।


উপর থেকে নিচ অবধি
তোরা সবাই দোস্ত,
চুরির টাকায় মজা করে
খাস একত্রে গোশতো।


গরিব লোকের টাকা, ত্রাণ
মেরে পাচ্ছিস মজা,
মিথ্যাকে তাই সত্যি বলেই
উড়াস তোরা ধ্বজা।


সময় যেদিন আসবে ওরে
পড়বে গলায় ফাঁসি,
আমরা গরিব তখন সুখে
হাসবো মধুর হাসি।


২৮/০৫/২০২১ ইং