যতো ভালো বাসলে তোমার ছুঁতে পারবো হৃদয়,
ততোখানি-ই বাসবো ভালো হবেনা তো নিদয়?
বিনিময়ে চাইবো শুধু মিষ্টি মধুর হাসি,
যে হাসিতে আমার বুকে হাসবে আলোর রাশি।
হার মানাবে গোলাপের ওই স্নিগ্ধ ভালোবাসা,
টলোমলো ভোরের শিশির বন্ধ করবে হাসা।


তোমার ভালোবাসার জন্য দেবো এনে আমি,
সিন্ধু সেচা মানিক রতন হোকনা যতো দামি।
একটু যদি আলতো ছোঁয়ায় ধরো আমার হাত,
এক নিমেষে ভুলে যাবো আঁধার কালো রাত।
গরিব-দুখি, অনাহারী, মজুর যত আছে,
দুষ্টু কাঁটা উপড়ে ফেলে বসবো তাদের কাছে।


তোমার চোখের তারার ঝিলিক ভোলাবে সব কষ্ট,
ঝড়ের বেগে দূর হবে সব ভাবনা যতো নষ্ট।
আঁধার হরা দিনমণি উঠবে জেগে প্রাণে
সবার মুখে ফুটবে হাসি ভালোবাসার ঘ্রাণে।
ধূসর সন্ধ্যার বিষন্নতা তারার মতো হাসবে,
দুরাচারীর দুষ্টু ভাবনা মেঘের সাথে ভাসবে।


তোমার মনের গহীন বনে যদি জায়গা দাও,
তোমায় আমায় নিয়ে ভাসবে আমার ডিঙি নাও।
এই ধরনীর সকল দুঃখ আমার বুকে নিয়ে,
দুজন মিলে হারিয়ে যাবো মেঘের দেশে গিয়ে।
ধরার বুকে ফুটবে হাসি, গাইবে পাখি গান,
মেঘের দেশে তুমি আমি হাসবো অফুরান।


০৬/১২/২০২০ ইং