হেসে হেসে কাছে আসে
টুনটুনি পাখি,
কান ধরে টান দিলে
জলে ভরে আঁখি।


টুনটুনি পাখি নয়
ভালো নাম নিমা,
দিন ভরে কাজ করে
করে সব কিমা।


আদরেতে হাসি-খুশি
বকা দিলে রাগ,
ভালোবেসে কাছে নিলে
বাড়ায় সোহাগ।


এ ঘরে ও ঘরে যায়
নাহি রহে থির,
তেলাপোকা শুয়োপোকা
দেখলে অধীর।


টুক করে গান ধরে
মিটিমিটি চায়,
কেউ যদি ভালো বলে
অমনি চ্যাচায়।


ভোর হলে দোর খুলে
যায় বারান্দায়,
বাগিচার ফুল দেখে
খুশিতে হারায়।


গাছে গাছে পাখি ডাকে
কিচিরমিচির,
নিমা রানি গান ধরে
নয়তো সুধীর।


টিয়া পাখি জানালায়
যেই দেয় মুখ,
নিমা এনে খেতে দেয়
একমুঠো মুগ।


খেতে দিলে দুধ চাই
আরো চাই চিনি,
নাহি দিলে ডেকে আনে
ধবধবে মিনি।


মিউমিউ স্বরে মিনি
খায় দুধ-ভাত,
নিমা হয়ে ভারি খুশি
গালে রাখে হাত।


হইচই দিনভর
সকলেই ত্যাক্ত,
রেগেমেগে বলে কেউ
করে কি দেখ তো!


একদিন নিমা যেই
মামা বাড়ি যায়,
ঘরে কারো সুখ নেই
নিদ নাহি পায়।


দুই দিন পরে যেই
এলো নিমা ফিরে,
হাসি-খুশি হরদম
তাহাকেই ঘিরে।


০৪/০৭/২০২০ ইং।