হয়তো বা একদিন--
থেমে যাবে এই মৃত্যুর মিছিল
বয়সের ভারে ন্যুব্জ হয়ে যাবে দুঃখরা
হাসবে পৃথিবী
যেভাবে হাসে ভোরের সূর্য
পাখিদের মতো অবাধে বিচরণ করবে মানুষ
থেমে যাবে কান্নার প্রবাহ
ঘরের বদ্ধ বাতাস উড়িয়ে নেবে
ভোরের দখিনা সমীর


হাসবে তারাও--
এই দুর্দিনে যারা হারিয়েছে মা-বাবা, আত্মীয়-স্বজন
স্মৃতিতে রয়ে যাবে বেদনার অম্লান দাগ
মরা নদীর দাগের মতো
হয়তো বা কোন দিন--
ঝরা পাতার মতো ঝরে যাবে ওরাও,
হারিয়ে যাবে নিরুদ্দেশের ঠিকানায়--


সাইবেরিয়া থেকে উড়ে আসা অতিথি পাখির মতো
সকালের সোনা রোদ মেখে খুঁজতে আসবে
সুখের পায়রারা, সু-সময়ের বন্ধু যারা
অনাকাঙ্ক্ষিত ভাবে দখল করবে স্থায়ী আসন


আসুক তবুও সুখের পায়রারা
হাসুক পৃথিবী
দূর হয়ে যাক করোনার বিষাক্ত ছোবল--
সবাই হাসুক মনের সুখে শিশুরা যেভাবে হাসে
নীহার বিন্দু যেভাবে হাসে ক্ষুদ্র দূর্বা ঘাসে--


০৯/০৬/২০২১ ইং