রবির কিরণ আলোয় ভরে বিশ্ব চরাচর,
হে গুরুজি! তোমার আলোয় চলছি জীবন ভর।


তোমার অভাব বুকের মাঝে সানাই হয়ে বাজে,
চিল-শকুনে ব্যস্ত দেখি দেশের ধ্বংস কাজে।
নোনা জলের ঝাপটা লাগে গরিব লোকের গায়,
শীতল ঘরে চিল-শকুনে আনন্দে লাফায়।


শ্রাবণেরই বর্ষা নামে আমার চোখের কোণে,
হে গুরুজি! এসো ফিরে চাই যে মনে মনে।


গাঁজার নেশায় দুর্বাসারা ব্যস্ত স্বদেশ নাশে,
দুর্বাসাদের চড়াতে চাই চিকন সরু বাঁশে।
তুমি এলে শক্তি আসে, আসে মনে বল,
তোমায় নিয়ে গড়তে পারি শক্ত সান্ত্রি দল।


তোমায় দেখে দুর্বাসারা কাঁপবে থরো থর,
আঁধার ঘেরা স্বদেশ ভূমে পড়বে সূর্য কর।


ক্ষেপণাস্ত্র হয়ে চললে তোমার হাতের কলম,
দুর্বাসারা পাবে না কেউ ক্ষত সারার মলম।
কান্না ঝরা শ্রাবণ দিনে তোমায় স্মরি গুরু,
তুমি এলেই দুর্বাসাদের ধ্বংস হবে শুরু।


৭/০৮/২০২১ ইং