পরনিন্দা পরচর্চা করা ভালো নয়,
নিজ কাজে ব্রতী হয়ে বাড়াও সম্মান।
দু'দিনের এ জীবন হয়ে যাবে লয়,
কর্মের গুণে মানুষ জানিবে মহান।


যাহা-কিছু চারিপাশে অর্থ-বিত্ত-ধন,
পরপারে যেতে হবে সবকিছু ছাড়ি।
পৃথিবীর বড়ো বড়ো জ্ঞানী-গুণীজন,
মানব হিতার্থে দান করে কাঁড়ি কাঁড়ি।


বউ-ছেলে-মেয়ে, বন্ধু করে শুধু আশ,
ভালোবাসে ততোদিন যতোদিন পায়।
তোমার মহান কর্ম ছড়াবে সুবাস,
বহুদিন বেঁচে রবে কঠিন ধরায়।


তাই বলি যতো পারো করে যাও কাজ,
ধরণী পরাবে শিরে হিরণ্ময় তাজ।


২১/০২/২০২১ ইং