কান নিয়েছে চিলে শুনে ছুটছে বেগে হাবু,
পাড়া-প্রতিবেশীর কাছে খবরটা দেয় গাবু।
ছুটছে হাবু, ছুটছে গাবু, ছুটছে মানুষ কত!
হাতে নিয়ে কাস্তে-কুড়াল, লাঠি শত শত!!


অস্ত্রে-শস্ত্রে সজ্জিত লোক ছুটছে চিলের পিছে,
ছুটছে তারা মাঠ পেরিয়ে চিলের নিচে নিচে।
উড়ে উড়ে ক্লান্ত হয়ে চিলটা খানিক নেমে,
বসে গিয়ে খগেন মাঝির টিনের চালের ফ্রেমে।


কান হারানো হাবুর সাথে মানুষ যত আছে,
খগেন মাঝির বাড়ি ঢুকে জঙ্গি হামলার ধাঁচে
ভাঙছে তারা বাড়ি-ঘর আর লুটছে সম্পদ যত,
বলছে- এতে হয় না পূরণ কান হারানোর ক্ষত!


পাগলা দাশু বললো শুনে- কান নিয়েছে চিলে!
ভাঙছো কেন এঁদের বাড়ি তোমরা সবাই মিলে?
হাবু মন্ত্রী বললো রেগে- কেন খগেন মাঝি
টিনের চালে চিল বসাতে হলেন বলো রাজি?


"যুক্তি খাঁটি" শুনে দাশু গিয়ে হাবুর কাছে,
দেখে হাবুর কর্ণ যুগল ঠিক জায়গাতে আছে।
অমনি দাশু রেগে গিয়ে ধ'রে হাবুর কর্ণ,
বললো- তোমরা অন্ধ-কালা বুদ্ধি নেই এক বর্ণ!


হাবুর দুটি কান রয়েছে যেমন ছিল আগে,
মিথ্যে দোষে করলে এসব বিদ্বেষ ভরা রাগে।
পাগলে যা বুঝে তোমরা বুঝ না তার কিছু,
ভুল সংবাদে লাগো তোমরা ভদ্রলোকের পিছু!!


দস্যুর মতো হামলে পড়ে পরের ক্ষতি করো,
এখন না হয় সবাই মিলে কানটা একটু ধরো।
কানের নামে কানামাছি খেলো তোমরা মিছে,
মানুষ তো নয়; তোমরা সবাই হুল ফোটানো বিছে।


১১/০৮/২০২২ ইং